renewable energy
Sun - Thu 9:00am - 4:00pm
01550 777 777
nshd@sreda.gov.bd
Visit Us
national solar help desk

আন্তর্জাতিক ল্যাবরেটরী তালিকাভুক্তির প্রক্রিয়া

বর্ণিত বিষয়ে ইতিপূর্বে জারিকৃত স্রেডার আহবানের সংশোধনক্রমে বর্তমান আহবান প্রদান করা হলো। আমদানি অনুমতি পর্যায়ে সৌর যন্ত্রাংশের বাংলাদেশ স্ট্যান্ডার্ড নিশ্চিতকরণে আন্তর্জাতিক ল্যাবরেটরী/সার্টিফিকেশন বডিকে নিম্নোক্ত শর্ত পূরণ সাপেক্ষে উপযুক্ত বলে গ্রহণ করা হবে:
ক) পরীক্ষণ ও পরিদর্শনের জন্য International Laboratory Accreditation Cooperation (ILAC) এর MRA স্বাক্ষরকারী যে কোন এ্যাক্রেডিটেশন সংস্থা কর্তৃক এ্যাক্রেডিটেড প্রতিষ্ঠান হতে হবে এবং Management/Product Certification এর ক্ষেত্রে International Accreditation Forum (IAF) এর MLA স্বাক্ষরকারী এ্যাক্রেডিটেশন সংস্থা কর্তৃক এ্যাক্রেডিটেড সনদ প্রদানকারী সংস্থা হতে হবে;

খ) BSTI প্রণীত Bangladesh Standard (BDS) তালিকা থেকে স্রেডা নির্ধারিত সৌর যন্ত্রাংশের মানমাত্রাসমূহের অথবা সমতুল্য আন্তর্জাতিক মানমাত্রা অনুযায়ী পরীক্ষণে Accredited Laboratory/Certification Body-কে সক্ষম হতে হবে;

গ) আমদানির ক্ষেত্রে তালিকাভূক্তির নির্ধারিত স্ট্যান্ডার্ডের পাশাপাশি স্রেডা কর্তৃক আরোপকৃত চাহিদার উপর (ল্যাবরেটরি রিপোর্ট/ পরিদর্শন রিপোর্ট/ Management/Product Certification সনদ) MRA/MLA স্বাক্ষরকারী এ্যাক্রেডিটেশন সংস্থা কর্তৃক এ্যাক্রেডিটেড প্রতিষ্ঠানের সেবা গ্রহণযোগ্য হবে।

ঘ) Accredited Laboratory/Certification Body’এর কার্যকরিতা উহার validity period এর মধ্যে থাকতে হবে;

ঙ) Laboratory/Certification Body কর্তৃক ইস্যুকৃত টেষ্ট রিপোর্ট যাচাইয়ের জন্য উহার একটি সিঙ্গেল ওয়েব পেইজ এর web address অথবা/এবং IP address স্রেডা'কে প্রদান করা;

চ) ক-ঙ শর্ত পূরণে সক্ষম (প্রযোজ্যতা অনুযায়ী) Laboratory/Certification Body-কে সরাসরি (তৃতীয় পক্ষের মাধ্যম ব্যতীত, পত্র বা ইমেইল যোগে ( solar@sreda.gov.bd এবং solar.sreda@gmail.com) স্রেডা-তে তালিকাভুক্তির জন্য আবেদন করা।