Sun - Thu 9:00am - 4:00pm
01550 777 777
nshd@sreda.gov.bd
Visit Us
GizLogo

“Unified NEM Online Application and RE Generation Monitoring Platforms” বিষয়ক কর্মশালা

প্রকাশন তারিখ : 2023-09-24 গত ১৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি: তারিখে স্রেডা (sreda) কর্তৃক “Unified NEM Online Application and RE Generation Monitoring Platforms” শীর্ষক কর্মশালা স্রেডার গোমতী হলে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্রেডার মাননীয় চেয়ারম্যান (গ্রেড-১), মিজ মুনীরা সুলতানা, এনডিসি। কর্মশালার সভাপতিত্ব করেন ফারজানা মমতাজ, সদস্য (অতিরিক্ত সচিব), জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ, স্রেডা। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন Dr. Frank Fecher, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, জিআইজেড বাংলাদেশ। ‘’Draft concept note for centralized online NEM application platform for all utilities’’ এবং “Draft concept note for RE generation monitoring system from SREDA and utilities” বিষয়ক দুইটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। উপস্থিত সকলে আলোচনায় অংশগ্রহণ করে মূল্যবান মতামত প্রদান করেন। সকলের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।