renewable energy
Sun - Thu 9:00am - 4:00pm
01550 777 777
nshd@sreda.gov.bd
Visit Us
national solar help desk
Rooftop Solar Systems installation

বরিশালে ওজোপাডিকো কর্মকর্তাদের জন্য নেট মিটারিং সোলার প্রশিক্ষণ

নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার সিস্টেম (Rooftop solar system) স্থাপন বিষয়ে বরিশাল বিভাগের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো)-এর কর্মকর্তাগণের জন্য গত ০৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ৮.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সরকার প্রণীত নেট মিটারিং নির্দেশিকা-২০১৮ অনুসরণে গ্রিড-টাইড সোলার সিস্টেম স্থাপনে বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির সক্রিয় ভূমিকা রয়েছে। বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির কর্মকর্তাগণ এ বিষয়ে ভালোভাবে অবহিত হলে দ্রুতই উল্লেখযোগ্য ক্যাপাসিটির রুফটপ সোলার সিস্টেম দেশে স্থাপিত হবে এবং নবায়নযোগ্য জ্বালানির শেয়ার বাড়বে। উক্ত প্রশিক্ষণে জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, সদস্য (যুগ্মসচিব), নবায়নযোগ্য জ্বালানি, স্রেডা একটি সেশন পরিচালনা করেন। বিদ্যুৎ বিতরণ ইউটিলিটির কর্মকর্তা/কর্মচারীগণের অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রশিক্ষণ শেষে একটি রুফটপ সোলার সিস্টেম পরিদর্শন করা হয়।