-
Q 38. প্রতি কিলোওয়াটপিক নেট মিটারিং রুফটপ সোলার সিস্টেম স্থাপন করতে কি পরিমাণ রুফটপের প্রয়োজন হবে?
সাধারণত ৭-১০ বর্গমিটার/কিলোওয়াটপিক। সিস্টেম ডিজাইন এবং প্রযুক্তিভেদে রুফ এরিয়ার পরিমাণ কমবেশী লাগতে পারে।
-
Q 39. রুফটপ সোলারের জন্য প্রয়োজনীয় স্পেসের পরিমাণ নির্ণয়ে কিভাবে সহজে ক্যালকুলেশন করা যাবে?
'Solar Inter-Row-Spacing Calculator for Rooftop Solar' শীর্ষক ক্যালকুলেটর ব্যবহার করে, যা পাওয়া যাবে https://solar.sreda.gov.bd/irsc ওয়েব ঠিকানায়।
-
Q 40. বাংলাদেশে প্রতি কিলোওয়াটপিক সোলার সিস্টেম হতে কি পরিমাণ বিদ্যুৎ বছরে পাওয়া যায়?
অপ্টিমাম টিল্টিং অ্যাঙ্গেলে স্থানের সোলার রেডিয়েশনের ভিত্তিতে ১২০০-১৪০০ কিলোওয়াট আওয়ার।
-
Q 41. সোলার সিস্টেমের অপ্টিমাম টিল্টিং অ্যাঙ্গেল কত?
সাধারণত ঐ স্থানের ল্যাটিচুড অ্যাঙ্গেলের কাছাকাছি হয়, তবে তা স্থান ও প্রাকৃতিক অবস্থাভেদে কিছুটা আলাদা হতে পারে।
-
Q 42. সোলার প্যানেল স্থাপনের এজিমুথ অ্যাঙ্গেল কত হবে?
দক্ষিনমুখী করে সোলার সিস্টেম বাংলাদেশে স্থাপন করতে হয়, অর্থাৎ উত্তর দিকের সাথে এজিমুথ অ্যাঙ্গেল ১৮০° হবে।
-
Q 43. বাংলাদেশে কোন সময়ে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশী হয়?
ডিসেম্বর মাসের ১৯-২২ তারিখে সূর্য সবচেয়ে বেশী দক্ষিণে হেলে থাকে বিধায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশী হয়। এ সময় দিনের দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় এবং রাত সবচেয়ে বড় হয়।
-
Q 44. তাপমাত্রার সাথে সোলার বিদ্যুৎ উৎপাদনের সম্পর্ক কি?
তাপমাত্রা বাড়লে সোলার মডিউল হতে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমে যায়, পরিমান পাওয়া যাবে সোলার মডিউলের ডাটাশিটে।
-
Q 45. সোলার মডিউল/প্যানেলের জন্য আবশ্যকীয় স্ট্যান্ডার্ড সমূহ কি কি?
BDS IEC 61215, BDS IEC 61730-1 এবং BDS IEC 61730-2; অথবা সমতুল্য IEC standards
-
Q 46. গ্রিড-টাইড সোলার ইনভার্টারের জন্য আবশ্যকীয় স্ট্যান্ডার্ড সমূহ কি কি?
BDS IEC 62109-1, BDS IEC 62109-2, BDS IEC 61727 এবং BDS IEC 62116; অথবা সমতুল্য IEC standards:
-
Q 47. সোলার মডিউল এবং ইনভার্টারের আবশ্যকীয় স্ট্যান্ডার্ডগুলো অনুযায়ী আংশিক টেষ্ট গ্রহণযোগ্য হবে কিনা?
স্ট্যান্ডার্ডগুলো অনুযায়ী পূর্ণ টেষ্ট হতে হবে, আংশিক টেষ্ট গ্রহণযোগ্য হবেনা।
-
Q 48. Islanding protection কি?
গ্রিড বিদ্যুতের অনুপস্থিতিতে অনধিক ২ সেকেন্ডের মধ্যে গ্রিড-টাইড ইনভার্টারগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
-
Q 49. Anti-islanding ফিচারের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে?
ইনভার্টারের সুরক্ষা এবং মেইটিন্যান্স কাজে কর্মরত ইউটিলিটি অপারেটরের সুরক্ষা, উভয়টিতে সহায়ক হবে।
-
Q 50. ল্যাবরেটরীতে anti-islanding নিশ্চিতকরণ পদ্ধতি সংক্রান্ত স্ট্যান্ডার্ড কোনটি?
BDS IEC 62116 বা সমতুল্য IEC standard
-
Q 51. ইনভার্টারের সেফটি স্ট্যান্ডার্ড BDS IEC 62109 এর উল্লেখযোগ্য টেষ্টগুলো কি কি?
Environmental requirement and conditions; protection against shock and energy hazards, protection against mechanical hazards, protection against fire hazards, protection against sonic pressure hazards, liquid hazards. chemical hazards, fault condition operation, Electrical rating test, etc.
-
Q 52. Utility interfacing standard কোনটি?
BDS IEC 61727 বা সমতুল্য IEC স্ট্যান্ডার্ড। নেট মিটারিং নির্দেশিকাতে অতিরিক্ত হিসেবে IEEE 1547 উল্লেখ রয়েছে।
-
Q 53. কোন ধরণের টেস্টিং ল্যাবরেটরীর টেষ্ট রিপোর্ট গ্রহণযোগ্য হবে?
বিশ্বের যে কোন ILAC MRA হতে চাহিত স্ট্যান্ডার্ডের উপর এক্রিডিটেশন গ্রহণকৃত এক্রিডিটেড ল্যাবরেটরি সমূহ।
-
Q 54. কোন ধরণের সার্টিফিকেশন বডির সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে?
বিশ্বের যে কোন IAF MLA হতে সোলার মডিউল/ইনভার্টার বা চাহিত স্ট্যান্ডার্ডের উপর এক্রিডিটেশন গ্রহণকৃত এক্রিডিটেড সার্টিফিকেশন বডি সমূহ।
-
Q 55. সোলার মডিউল বা ইনভার্টারের স্ট্যান্ডার্ড যাচাইয়ের অবেদনের দায়িত্ব কার?
সংশ্লিষ্ট পন্যের উৎপাদনকারী বা আমদানীকারক। বিদ্যুৎ গ্রাহক বা ওপেক্স বিনিয়োগকারী অনুমোদিত তালিকা হতে যেকোনটি মার্কেট হতে সংগ্রহ করে সোলার সিস্টেম স্থাপন করবেন।
-
Q 56. অনুমোদিত সোলার মডিউল বা ইনভার্টারের তালিকা কোথায় পাওয়া যাবে?
স্রেডা'র ওয়েবসাইট www.sreda.gov.bd এবং সোলার ই-ডেস্ক https://solar.sreda.gov.bd ওয়েব ঠিকানায়।
-
Q 57. একটি মডিউল/ইনভার্টারের মডেল অনুমোদিত তালিকায় থাকলে পুনরায় অনুমোদনের প্রয়োজন রয়েছে কিনা?
প্রয়োজন নেই।
-
Q 58. অনুমোদিত সোলার মডিউল বা ইনভার্টার ব্যবহৃত হয়েছে কিনা, কে যাচাই করবে?
সিস্টেম স্থাপনের পরে বিদ্যুৎ বিতরণ ইউটিলিটি 'নেট মিটারিং নির্দেশিকা-২০১৮' এর ৩.৭ (ক-৫) অনুযায়ী যাচাই করবে।
-
Q 59. Earthing resistance ভেলু কত হলে ভাল হবে?
১ (এক) ওহমের কম হওয়া জরুরী, যত কম হবে তত ভাল হবে।
-
Q 60. Response to utility recovery সময় কি?
গ্রিড বিদ্যুতের আগমনের পর ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি স্বাভাবিক অপারেশন সীমার মধ্যে থাকলে নূন্যতম যে সময় পরে সোলার ইনভার্টার গ্রিডের সাথে সংযুক্ত হবে। IEC 61727 অনুযায়ী তা ২০ সেকেন্ড হতে ৩০০ সেকেন্ড, ইনভার্টার উৎপাদনকারী কর্তৃক নির্ধারিত।
-
Q 61. স্বাভাবিক অপারেশন ভোল্টেজ সীমা কত?
স্ট্যান্ডার্ড ভোল্টেজ লেভেলের -১৫% হতে+১০% পর্যন্ত। জাতীয় গ্রিডকোড অনুযায়ী ইনভার্টারের সেটিংস প্রদান করতে হবে।
-
Q 62. ইনভার্টারের ফ্রিকোয়েন্সি সেটিংস কি হবে?
জাতীয় গ্রিডকোড অনুযায়ী ইনভার্টারের সেটিংস প্রদান করতে হবে।
-
Q 63. পাওয়ার ফ্যাক্টর সংক্রান্তে কি করণীয় হবে?
বিইআরসি কর্তৃক প্রকাশিত রিটেইল ইলেকট্রিসিটি ট্যারিফ শর্তাবলী অনুযায়ী জরিমানা পরিহারে বিদ্যুৎ গ্রাহককে উপযুক্ত PFI unit সংযুক্ত করতে হবে অথবা ইনভার্টার কন্ট্রোলের মধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে।
-
Q 64. ইনভার্টারের টোটাল হারমোনিক ডিসটরশান (THD) এর সর্বোচ্চ সীমা কত?
আন্ত সংযোগের স্থলে (PCC) টোটাল হারমোনিক কারেন্ট ডিসটরশান ইনভার্টারের রেটেড আউটপুটের ৫% এর কম হতে হবে।
-
Q 65. DC injection সীমা কত?
যে কোন অপারেটা কন্ডিশনে রেটের ইনভার্টটার আউটপুটের ১% এর কম হতে হবে।
-
Q 66. নির্দেশিকাতে সোলার সিস্টেমের ইন্সটলেশন এবং ইন্সপেকশন স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা দেয়া রয়েছে কিনা?
নির্দেশিকার পরিশিষ্ট-৩ এর ৩ নং অনুচ্ছেদে এ সম্পর্কিত ধারণা দেয়া রয়েছে।
-
Q 67. ইন্সটলেশন এবং ইন্সপেকশন স্ট্যান্ডার্ড অনুসরণের উপকারিতা কি?
লাইফটাইম পর্যন্ত সোলার সিস্টেম হতে আশানুরুপ বিদ্যুৎ উৎপাদন এবং অনাকাংখিত ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
-
Q 68. Lightning protection হিসেবে কি কি ব্যবস্থাপনা সোলার সিস্টেমে থাকা জরুরী?
Direct lightning stroke প্রতিরোধে সোলার সিস্টেমের প্রটেকশন কভারেজ অনুযায়ী উপযুক্ত লাইটনিং রড সহ ১ ওহমের কম আর্থিং রেজিস্ট্যান্স ভেলু। Indirect stroke বা Traveling wave stroke প্রতিরোধে সোলার সিস্টেমের প্রতিটি স্ট্রিং এ DC SPD এবং ইনভার্টারের এসি প্রান্তে AC SPD থাকা জরুরী।
-
Q 69. সোলার সিস্টেমটিকে গ্রাহকের বিদ্যমান বিদ্যুৎ ব্যবস্থাপনার কোথায় সংযুক্ত করতে হবে?
সোলার ইনভার্টারগুলো LT ভোল্টেজ লেভেলের হওয়ায় গ্রাহক প্রাঙ্গন LT বাসবারে সংযুক্ত করতে হবে। সংযোগ পয়েন্টকে Point of Common Coupling (PCC) বলা হয়ে থাকে।
-
Q 70. সোলার সিস্টেমের কারণে ইউটিলিটি প্রদত্ত মিটারের অবস্থানের কোন পরিবর্তন প্রয়োজন হবে কি না?
মিটারের অবস্থানের পরিবর্তন হবেনা, কেবল ইউনিডিরেকশনাল মিটারকে বাই-ডিরেকশনাল মিটারে রূপান্তর করতে হবে।
-
Q 71. মাদারমিটার ও চাইল্ডমিটার যুক্ত গ্রাহকের ক্ষেত্রে সোলার সিস্টেমের সংযোগ কোথায় প্রদান করতে হবে?
মাদারমিটারের পরে এবং চাইল্ড মিটারের আগে থ্রি-ফেজ অংশে PCC হবে।
-
Q 72. STC কি?
স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশনস্ (ইর্যাডিয়্যান্স ১০০০ ওয়াট/মি২, সেল তাপমাত্রা ২৫০সে., এয়ার মাস ১.৫)।